১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:২৭, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:২৯, ১১ নভেম্বর ২০২৫

ভয়েজ এডিট করে ষড়যন্ত্র চলছে: মান্নান

ভয়েজ এডিট করে ষড়যন্ত্র চলছে: মান্নান

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও কল রেকর্ডকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত (এডিট) করা হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এক বিবৃতিতে মান্নান বলেন, “আমার প্রাণপ্রিয় দল বিএনপি আমাকে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই কিছু স্বার্থবাদী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েজ এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব ভিডিও ও পোস্টের মাধ্যমে তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

মান্নান আরও বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।”

দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন। বিএনপির প্রতিটি কর্মী ও সমর্থক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকে এবং সত্যের পাশে দাঁড়ায়।”

সর্বশেষ

জনপ্রিয়