আপ বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কমিটি গঠন
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নারায়ণগঞ্জ মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দলটির ৬ মাস মেয়াদী আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
দলটির আহবায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে ১৩৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে আজাহার উদ্দিন শুভকে আহবায়ক এবং নাহিদা সুলতানা উর্মিকে সদস্য সচিব করা হয়। এছাড়া একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, দুজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ৬ জন যুগ্ম আহবায়ক ও ৬ জন যুগ্ম সদস্য সচিব রাখা হয়েছে।





































