আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ফতুল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
রবিবার (১৬ নভেম্বর) রাতে মিছিলটি ফতুল্লা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পোস্ট অফিস বাসস্ট্যান্ড হয়ে থানা গেইটের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার। মিছিলে অংশগ্রহণ করেন ফতুল্লা থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিক, কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা জানান, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ও সন্ত্রাস-নাশকতার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের উদ্যোগ প্রয়োজন। তারা জনগণকে নিরাপত্তা রক্ষায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।





































