মহানগর কৃষক দলের ২৭ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটি ঘোষণা
নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের অধীনে বন্দর থানা কৃষক দলের উদ্যোগে ২৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বাদ মাগরিব বন্দর বটতলা এলাকার অফিসে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং মো. আনিচুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বন্দর থানা কৃষক দলের সভাপতি মো. জিয়াউর রহমান লিটন নবগঠিত এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
তিনি বলেন, “কৃষক দল কখনো অন্যায় করে না, অন্যায়কারীকেও সমর্থন করে না। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই সংগঠন পরিচালনা করি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কৃষক দলের সদস্য সচিব হাসিব হাসান শান্ত, থানা যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক রমজান আলী, থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোজ্জাম্মেল হক জনি, ২৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক আবদুল কাদির স্বপন প্রমুখ।





































