১৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১২, ১৬ নভেম্বর ২০২৫

সাধারণ জনগণ মাসুদুজ্জামানের পাশে আছে: অ্যাডভোকেট গালিব

সাধারণ জনগণ মাসুদুজ্জামানের পাশে আছে: অ্যাডভোকেট গালিব

দলীয় কিছু ব্যক্তি বিরোধিতা করলেও সাধারণ জনগণ বিএনপির ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব। তার দাবি- নারায়ণগঞ্জ-৫ আসনের সাধারণ ভোটাররা সন্তুষ্ট, কারণ “মাসুদুজ্জামান নিতে আসেননি, দিতে এসেছেন।” তিনি আশা প্রকাশ করেন, মাসুদুজ্জামান এমপি নির্বাচিত হলে এই আসনের মানুষ অনেক কিছু পাবে।

রোববার (১৬ নভেম্বর) বিকালে নতুন কোর্ট সংলগ্ন অ্যাডভোকেট শামসুজ্জামান খোকার চেম্বারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গালিব বলেন, “মাসুদুজ্জামান মাসুদ বিএনপিতে পদে থাকা সময় থেকে এখন পর্যন্ত দলকে অনেক কিছু দিয়েছেন। করোনা থেকে শুরু করে প্রতিটি দুর্যোগে নারায়ণগঞ্জবাসীর পাশে ছিলেন ঢাল হয়ে।” তিনি আরও বলেন, মাসুদুজ্জামানের বিরুদ্ধে অতীতে কোনো চাঁদাবাজি, দখল বা অর্থ আত্মসাতের অভিযোগ নেই। এমন একজন সৎ ও আদর্শবান মানুষকে বিএনপি মনোনয়ন দিয়েছে- এটি নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষের জন্য সৌভাগ্য।

তিনি অভিযোগ করে বলেন, “তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো অভিযোগ কেউ দাঁড় করাতে পারেনি। কেউ কেউ শুধু বলার জন্য বলছে।”

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান খোকা বলেন, “বিএনপি অনেক চিন্তাভাবনা করেই যোগ্য প্রার্থী হিসেবে মাসুদুজ্জামানকে মনোনয়ন দিয়েছে। সিদ্ধান্তটি সঠিক। আমরা সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক শহীদ সারোয়ার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আব্দুল মোমেন, অ্যাডভোকেট মো. আফজাল হোসেন (সুপ্রিম কোর্ট), অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজ্জম, অ্যাডভোকেট মোহাম্মদ মমিনসহ প্রমুখ আইনজীবী।

সর্বশেষ

জনপ্রিয়