সুজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে শহরের বালুরমাঠ এলাকায় একটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল হক আশুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আশরাফুল হক আশু বলেন, “সুজন বাংলাদেশের বিদ্যমান ধারা পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। আমরা চাই দেশের প্রতিটি সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা হোক। আসন্ন জাতীয় নির্বাচনে যেন অবাধ ও সুষ্ঠু ভোট হয়, সে বিষয়ে আমাদের পর্যবেক্ষণ ও তৎপরতা থাকবে।”

সভাপতির বক্তব্যে ধীমান সাহা জুয়েল বলেন, “সুজন কেবল নির্বাচনকেন্দ্রিক নয়, বরং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার একটি নাগরিক সংগঠন। জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব উন্মুক্ত করার ক্ষেত্রেও সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের প্রার্থীদের জনগণের মুখোমুখি করে সুশাসনের প্রতিশ্রুতি নেবে সুজন।”
সভা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম আর হায়দার রানা, অ্যাড. শাহিদুল ইসলাম টিটু, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাজলক্ষী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল ফারুক রিংকুসহ জেলা কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





































