১৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৪, ১৪ নভেম্বর ২০২৫

প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ পুনর্বহালের দাবি

প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ পুনর্বহালের দাবি

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা (শারীরচর্চা) শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় চাষাড়া শহিদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম। বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক নাছিমা সরদার, জেলা সদস্য আহম্মেদ রবিন স্বপ্ন, সরকারি তোলারাম কলেজের সংগঠক ইফতি আহমেদ জিহাদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সায়েম মিয়া।

সমাবেশে বক্তারা বলেন, শিশুদের সুস্থ শারীরিক গঠন ও সুষম মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রাথমিকে সংগীত ও শারীরচর্চার শিক্ষক পদ সৃষ্টির সিদ্ধান্ত ছিল সময়োপযোগী পদক্ষেপ। প্রযুক্তিনির্ভর নেশা, কিশোর গ্যাং, জঙ্গিবাদী প্রবণতা এবং মাদকাসক্তি থেকে শিশু-কিশোরদের রক্ষা করতে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার বিকল্প নেই।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারের সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতজানু অবস্থানের ফলে এ পদ বাতিল করা হয়েছে, যা আত্মঘাতী সিদ্ধান্ত। তাঁদের দাবি- এই গোষ্ঠীগুলো শিক্ষাব্যবস্থাকে পশ্চাদমুখী করে তালেবানী ধাঁচে সমাজ গঠনের অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা সাম্প্রতিক সময়ে মাজার-মন্দির আক্রমণ, ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা এবং মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভাঙচুরের মতো ঘটনাগুলোকে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তির উত্থানের উদাহরণ বলে উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রমজীবী মানুষের আন্দোলনে দমন-পীড়ন চালালেও সরকার সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠীগুলোকে ছাড় দিয়ে চলেছে। প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত সেই ধারাবাহিকতার অংশ।

নেতৃবৃন্দ অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ পুনর্বহাল এবং নতুন নিয়োগ দেওয়ার দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়