১৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৯, ১০ নভেম্বর ২০২৫

মাইক্রোবাসে তরুণী ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবি মহিলা পরিষদের

মাইক্রোবাসে তরুণী ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবি মহিলা পরিষদের

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি। সোমবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ নভেম্বর দুপুরে জলকুড়ি দশপাইপ এলাকায় এক তরুণীকে কয়েকজনের সহযোগিতায় মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মহিলা পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট হাসিনা পারভীন ও প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ থানায় যোগাযোগ করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংগঠনটির সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়