১৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৮, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৫, ১৬ নভেম্বর ২০২৫

মনোনয়ন বঞ্চিতদের মান ভাঙাতে সর্বোচ্চ চেষ্টা করেছি: মাসুদুজ্জামান

মনোনয়ন বঞ্চিতদের মান ভাঙাতে সর্বোচ্চ চেষ্টা করেছি: মাসুদুজ্জামান

মনোনয়ন বঞ্চিতদের সংবাদ সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি মনোনয়ন পেয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত  সংবাদ সম্মেলন নিয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমি প্রেস ব্রিফিং দেখেছি। যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে একটি ব্রিফিং করেছেন। কিন্তু আমরা সবাই বলেছিলাম, দল যাকে মনোনয়ন দেবে, তার পেছনেই সবাই দাঁড়াবেন। সেই জায়গাটা প্রেস ব্রিফিংয়ে রইলো না। উনারা তাদের কথায় অটল থাকেননি।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “তারপরেও আশা করি তারা তাদের অবস্থান থেকে সরে এসে ঐক্যবদ্ধভাবে দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবেন। এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কিনা, সেটি বিবেচনার বিষয়। বিএনপি একটি বৃহত্তর দল এখানে ভিন্ন মত থাকার সুযোগ আছে। তবে সবাইকে একই ছাতার নিচে থেকে নির্বাচন করতে হবে। সামনে নির্বাচন কঠিন হবে, আর আমরা নিজেদের মধ্যেই যখন বিরোধ করছি, তখন অনেকে ঘরে ঘরে প্রচারণা চালিয়ে যাচ্ছে।”

মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, “দলের নির্দেশনা ছিল, মনোনয়ন বঞ্চিতদের দ্বারে দ্বারে গিয়ে কথা বলতে, তাদের মান ভাঙাতে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেকের বাসায় গিয়েছি, একসাথে খেয়েছি, মিষ্টিমুখ হয়েছে। কেউ মেনে নিয়েছেন, কেউ এখনও নেননি। তবুও আমি দলীয় নির্দেশনা ও সিদ্ধান্তের বাইরে যাবো না। ইনশাআল্লাহ দলের সঙ্গেই থাকবো।”

সর্বশেষ

জনপ্রিয়