শনিবার শতবর্ষ উদযাপনে আই.ই.টি স্কুলে বর্ণাঢ্য আয়োজন
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আই. ই. টি সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষ পূর্তি উৎসব উদযাপনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি।
আগামী শনিবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের আই. ই. টি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে।
শতবর্ষ উৎসবকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হচ্ছে উৎসবের রঙে। শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হতে যাচ্ছে পুরো ক্যাম্পাস।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) সকালে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন।
শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা জানান, শনিবার উৎসবের শুরুতে অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হবে। এরপর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও গীতা পাঠ অনুষ্ঠিত হবে। পরে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে।
অনুষ্ঠানিক পর্বে বিদ্যালয়ের শতবর্ষের গৌরবময় ইতিহাস তুলে ধরে ‘Journey of 100 Years’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। একই সঙ্গে উন্মোচন করা হবে শতবর্ষ স্মরণিকা। বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হবে এবং প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করবেন।
উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিউজিক্যাল শো, স্মৃতিচারণা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও সাবেক ইউএনডিপি পরিচালক ড. সেলিম জাহান এবং ব্রিটিশ-বাংলাদেশি সাহিত্যিক শামীম আজাদ।
এছাড়া শতবর্ষ উদযাপন কমিটির পরিচিতি ও এক বছরের কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। লোগো প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মাধ্যমে সৃজনশীল শিক্ষার্থীদের সম্মানিত করা হবে। দিনের আনুষ্ঠানিক পর্ব শেষে শুরু হবে সন্ধ্যার বিনোদনমূলক আয়োজন।
সন্ধ্যায় থাকবে আকর্ষণীয় লেজার শো এবং দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস ও ওয়ারফেইজ–এর পরিবেশনায় কনসার্ট। রাতের আকাশ আলোকিত করবে মনোমুগ্ধকর ফায়ারওয়ার্কস, যার মধ্য দিয়ে শতবর্ষ পূর্তি উৎসবের সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে সেলফি কর্নার, চা ও কফি কর্নার, মেডিকেল সাপোর্ট এবং শতবর্ষের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য গিফট ব্যাগ বিতরণের ব্যবস্থাও থাকবে।





































