জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
নারায়ণগঞ্জে জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গত অক্টোবর মাসে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রায় ৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ট্যালেন্টপুল, সেকেন্ড গ্রেড ও জেনারেল গ্রেডে মোট ৩৬২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আহসান হাবিব ইমরোজ।
প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, “সবাইকে ভালো মানুষ হতে হবে। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে। এজন্য ধর্মের প্রতি মনোযোগী হতে হবে। ধর্ম ছাড়া মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়া সম্ভব নয়। সৃষ্টিকর্তা সবকিছু দেখেন—এটি বিশ্বাস করতে হবে। ধর্ম কখনও উন্মাদনা শেখায় না। সবাইকে মানবিক হতে হবে। তাহলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।”
জিনিয়াস ফাউন্ডেশনের পরিচালক মো. ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আবদুল জব্বার, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক হাফেজ আব্দুল মোমিন ও নির্বাহী পরিচালক আরিফুল ইলসাম প্রমুখ।





































