২৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১২, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:১৯, ২৪ ডিসেম্বর ২০২৫

পরীক্ষা বর্জনের পর আড়াইহাজার এটিআই শিক্ষার্থীদের স্মারকলিপি

পরীক্ষা বর্জনের পর আড়াইহাজার এটিআই শিক্ষার্থীদের স্মারকলিপি

পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন আড়াইহাজারের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর শিক্ষার্থীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থী প্রতিনিধিরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি জানান, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আওতায় একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ এবং ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।

এছাড়াও বেসরকারি খাতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেল নির্ধারণ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালুর দাবিও জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মো. আবু বকর ছিদ্দীক, ইয়াছিন শেখ, সৃজন অধিকারী, ইসরাত জেরিন চৈতি, ফাতেমা সরকার পুষ্প, তাজরিয়ান, আবরার শাহরিয়ার নাবিল, সাদিয়া ইসলাম মুন, সাদিয়া বিনতে কাদির আচল, ফায়রোজ আনিকা, রিজওয়ানা জান্নাত নিসাসহ অন্যান্য শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বুধবার (১৭ ডিসেম্বর) থেকে আট দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এটিআই শিক্ষার্থীরা।

সর্বশেষ

জনপ্রিয়