২৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৮, ২১ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে কলেজছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার

আড়াইহাজারে কলেজছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সাকিব আল হাসান। তিনি কলেজটির দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।

কলেজ সূত্র জানায়, নির্বাচনী পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে মোবাইল ফোন ব্যবহার, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

অভিযোগ অনুযায়ী, পরীক্ষা চলাকালে তিনি অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন। এ সময় শিক্ষক তাকে বাধা দিলে তিনি অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন, পরীক্ষার খাতা ছুড়ে ফেলেন এবং অনুমতি ছাড়াই পরীক্ষা কক্ষ ত্যাগ করেন। এতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়।

ঘটনাটি মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপন করা হলে বিষয়টি বিস্তারিত পর্যালোচনা শেষে সর্বসম্মতভাবে শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে বুধবার জারি করা অফিস আদেশে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ও কলেজের শৃঙ্খলা বিধিমালার ক্ষমতাবলে সাকিব আল হাসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কারকালীন সময়ে তিনি কলেজ চত্বরে প্রবেশসহ কোনো ধরনের ক্লাস, পরীক্ষা, সহশিক্ষা কার্যক্রম বা প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে পারবেন না। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাসিমা আখতার বলেন, “পরীক্ষার স্বচ্ছতা ও একাডেমিক পরিবেশ রক্ষা করা কলেজ প্রশাসনের দায়িত্ব। শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়