শতবর্ষে ধর্মগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষব্যাপী উৎসব
একশ’ বছরের গৌরবময় ইতিহাসের সাক্ষী ধর্মগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।
গত বুধবার (২১ জানুয়ারি) বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আয়োজনের সূচনা হয়। র্যালিতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও অংশ নেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা ও প্রথম প্রধান শিক্ষক ছিলেন শিক্ষানুরাগী শহর আলী মাস্টার। তাঁর হাত ধরেই একশ’ বছর আগে শিক্ষা বিস্তারের লক্ষ্যে যাত্রা শুরু করে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের সভাপতি মো. মেজবাউল হক মারুফ বলেন, “শতবর্ষ পূর্তি আমাদের জন্য গর্বের। এই প্রতিষ্ঠান শুধু একটি স্কুল নয়, এটি প্রজন্ম গঠনের একটি কেন্দ্র। বর্ষব্যাপী কর্মসূচির মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে চাই।”
প্রধান শিক্ষক মুন্না পোদ্দার বলেন, “আজকের আয়োজন শিক্ষার্থী ও প্রাক্তনদের মধ্যে যে আনন্দ ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করেছে, তা আমাদের অনুপ্রেরণা। শতবর্ষের এই পথচলাকে আরও বহু বছর এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।”
র্যালির মাধ্যমে শুরু হওয়া বর্ষব্যাপী উৎসব আগামী ২০ নভেম্বর প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।





































