জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বন্দরের বিশ্বনবী (সা.) আলিম মাদরাসা
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রথমস্থান অর্জন করেছে বন্দরের ঐতিহ্যবাহী বিশ্বনবী (সা.) আলিম মাদরাসা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বন্দর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল, পাসের হার, শিক্ষার মান ও সামগ্রিক কার্যক্রম বিশ্লেষণের ভিত্তিতে এ কৃতিত্ব অর্জন করে বিশ্বনবী (সা.) আলিম মাদরাসা।
এ বিষয়ে মাদরাসার সভাপতি ও বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কাইয়ুম খান বলেন, তুলনামূলকভাবে এ মাদরাসার লেখাপড়ার মান ভালো। অধ্যক্ষ অত্যন্ত বিচক্ষণ ও দক্ষ নেতৃত্ব প্রদান করছেন। তাঁর নেতৃত্বে জাতীয় দিবসসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, ১৯৭৭ সালে ৩৩ শতাংশ জমির ওপর মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়।
মাদরাসার অভিভাবক প্রতিনিধি ও সমাজসেবক মো. ইকবাল হোসেন বলেন, জেলার মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রথমস্থান অর্জন করায় আমরা গর্বিত। এটি শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফল।
প্রসঙ্গত, ২০২৪ সালে দাখিল পরীক্ষায় পাসের হার ছিল ৬৯.৮৪ শতাংশ এবং আলিম পরীক্ষায় শতভাগ। ২০২৫ সালে দাখিল পরীক্ষায় পাসের হার ৭২.৪১ শতাংশ এবং আলিম পরীক্ষায় ৫০ শতাংশ। গত দুই বছরে মোট ১৩৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বর্তমানে মাদরাসাটিতে ৪৯৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত।
উল্লেখ্য, বিশ্বনবী (সা.) আলিম মাদরাসাটি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত। জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমকে বন্দর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অভিনন্দন জানিয়েছেন।





































