নিটিং ওনার্স এসোসিয়েশনে সেলিম সারোয়ার প্যানেলের বড় জয়

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন পরিচালনা পর্ষদের (২০২৫-২০২৭) নির্বাচন। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ফতুল্লার পঞ্চবটী বিসিকে এসোসিয়েশনের অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।
২১টি ডিরেক্টর পদের বিপরীতে দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৮৩ জন ভোটারের মধ্যে ৪৩১ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ১৫টি ভোট বাতিল হয়।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. স্বপন চৌধুরী। এসময় নির্বাচন বোর্ডের সদস্য মো. সোহেল আক্তার সোহান ও মো. আবু বকর সিদ্দিক (সাজু) উপস্থিত ছিলেন।
ফলাফলে দেখা যায়, সেলিম সারোয়ার প্যানেল ২১টি ডিরেক্টর পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন। অপরদিকে আবু তাহের শামীম প্যানেল থেকে কেবল দলনেতা আবু তাহের শামীম নিজেই বিজয়ী হয়েছেন।
নির্বাচনে নিট ঐক্য ফোরাম থেকে বিজয়ীরা হলেন— মো. সেলিম সারোয়ার (২৭৫ ভোট), রায়হান আলী (২৬৯ ভোট), জাকির হোসেন (২৬৩ ভোট), সিরাজুল ইসলাম চৌধুরী (২৫৮ ভোট), দেলোয়ার হোসেন (২৫৫ ভোট), ইদ্রিস মিয়া (২৪৪ ভোট), মোজাহার আলী (২৪৩ ভোট), শফিকুর রহমান (২৪১ ভোট), শ্যামল দেবনাথ (২৩৯ ভোট), বশির আহমেদ (২৩৭ ভোট), আবু বকর সিদ্দিক আবুল (২২৯ ভোট), জাকির হোসেইন (২২৯ ভোট), আবু সাঈদ (২২৮ ভোট), বাহাউদ্দিন আহমেদ (২২২ ভোট), আরিফুল ইসলাম (২২২ ভোট), এনামুল হাফিজ কাজল (২২০ ভোট), বুলবুল আহমেদ (২২০ ভোট), আব্দুল হাকিম (২১৭ ভোট), শামীম হুসেইন সরকার (২১২ ভোট), মিশেল শেখ (২১১ ভোট)।
অন্যদিকে ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিল থেকে মাত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন। তিনি হলেন আবু তাহের শামীম (২১০ ভোট)।