বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে নারায়ণগঞ্জে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় আকারের দুই কেজি ওজনের ইলিশের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ৩ হাজার থেকে ৩২০০ টাকা। একেবারে ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে।
ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় প্রতিকেজিতে দাম বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শীতলক্ষ্যা নদীর তিন নম্বর মাছঘাটে গিয়ে দেখা যায়, ইলিশ কেনার জন্য ক্রেতাদের ভিড় থাকলেও বেশিরভাগই দাম শুনে ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার উঁকি-ঝুঁকি দিয়ে চলে যাচ্ছেন, আবার কেউ ইলিশের পরিবর্তে অন্য মাছ কিনছেন।
বাজারে বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা দরে। ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা, আর ছোট আকারের ইলিশ মিলছে ৬০০ থেকে ৭০০ টাকা দরে। গত সপ্তাহের তুলনায় প্রতিকেজিতে দাম বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা।
শহরের দেওভোগ এলাকা থেকে আসা ক্রেতা নারগিস বলেন, “মেয়ের আবদারে ৩০০-৪০০ টাকায় ছোট ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু বাজারে এসে দেখি দাম অনেক বেশি। এজন্য অন্য মাছ নিয়েই বাড়ি ফিরবো।”
মাছ বিক্রেতা গণেশ চন্দ্র দে বলেন, “বাজারে চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। তার উপর ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। আকার ভেদে কেজিপ্রতি অন্তত ১০০ টাকা করে দাম বেড়েছে।”