১২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ১১ অক্টোবর ২০২৫

ভিভো স্টোর উদ্বোধনে এক মঞ্চে ব্যবসায়ী, রাজনৈতিক ও সাংবাদিক নেতারা

ভিভো স্টোর উদ্বোধনে এক মঞ্চে ব্যবসায়ী, রাজনৈতিক ও সাংবাদিক নেতারা

নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে আন্তর্জাতিক মোবাইল ব্র্যান্ড ভিভো’র ফ্লাগশিপ স্টোর। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় শহরের ফ্লাগশিপ সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই স্টোর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতারা এক কাতারে উপস্থিত ছিলেন। আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ফ্লাগশিপের মিশু সরকার। অতিথিরা এমন সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

স্টোরটিতে ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন ছাড়াও স্মার্ট ওয়াচ, হেডফোনসহ সব ধরনের আনুষঙ্গিক পণ্য বিক্রি ও ওয়ারেন্টি সার্ভিস দেওয়া হবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, “ভিভো কোম্পানি নারায়ণগঞ্জে বড় পরিসরে এই উদ্যোগ গ্রহণ করায় আমরা অভিনন্দন জানাই। এই ফ্লাগশিপ স্টোর নারায়ণগঞ্জবাসীর জন্য স্মার্টফোন ও সার্ভিস সুবিধা সহজলভ্য করবে। ব্যবসায়িকভাবে এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ আলী রেজা রিপন, আবুল কাউসার আশা, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, ফকির গ্রুপের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফকির মাশরিকুজ্জামান, নীট কনর্সান গ্রুপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সৈকত নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈকত হোসেন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুস সালেকিন, জাসাস কেন্দ্রীয় সহ-সভাপতি আনিসুর ইসলাম সানি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হাসান উল রাকিব ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি আজমির ইসলামসহ অনেকে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, “আমি নিজেই ভিভো মোবাইল ব্যবহার করি। আগে সার্ভিস সেন্টার না থাকায় ভোগান্তি হতো। আজকের এই উদ্যোগে সাধারণ ক্রেতারা ক্রয় ও সার্ভিস—দুটোরই সুবিধা পাবেন। আশা করি, আগামী দিনে নারায়ণগঞ্জে ভিভো’র প্রতি ক্রেতাদের আগ্রহ আরও বাড়বে।”

সর্বশেষ

জনপ্রিয়