২০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ৫ জুলাই ২০২৫

আপডেট: ২০:৩৩, ৫ জুলাই ২০২৫

নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ৫০ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ৫০ প্রার্থীর মনোনয়ন দাখিল

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন এর ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে মোট ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

শনিবার (৫ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিকে অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে নির্বাচন বোর্ডের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, সদস্য মো. স্বপন চৌধুরী ও সোহেল আক্তার সোহানের কাছে প্রথমে মো. আবু তাহের শামীমের নেতৃত্বাধীন প্যানেলের ২৩ জন এবং পরে মো. সেলিম সারোয়ারের নেতৃত্বাধীন প্যানেলের ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া স্বতন্ত্রভাবে মনোনয়ন দাখিল করেছেন ৫ জন প্রার্থী।

প্যানেলের প্রার্থীরা হলেন, আবু তাহের শামীম, মো. কামাল হোসেন, মো. কবির হোসেন ভূঁইয়া, সাহারীয়া (জুয়েল), মো. ফারুক আহমেদ, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল আলম, মো. মহসীন মৃধা, মো. সিদ্দিকুর রহমান, মো. কামাল উদ্দিন আহমেদ, মো. আইজউদ্দিন মোল্লা, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল আউয়াল (টুটুল), জাকির হোসেন, মো. মাসুম, মো. নাসির, মো. মনিরুল ইসলাম, মো. মানিক মিয়া, সৈকত হাসান, মো. শহিদুল ইসলাম সুমন, মো. সেলিম রেজা, সজল দাস ও মো. আরিফ হোসেন।

সেলিম সারোয়ার প্যানেলের প্রার্থীরা হলেন, সেলিম সারোয়ার, আবু বকর সিদ্দিক আবুল, মো. শামিম হোসেন সরকার, মো. কোরাইশ মল্লিক, মো. জাকির হোসেন, মো. রায়হান আলী, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মো. বশির আহমেদ, মো. শফিকুর রহমান, আবু সাইদ, মো. ইদ্রিস মিয়া, মো. আরিফুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. এনামুল হাফিজ (কাজল), মো. দেলোয়ার হোসেন, মো. বাহাউদ্দিন আহমেদ, মো. সাইদুর রহমান, মো. আবদুল হাকিম, মো. মোজাহার আলী, মো. মিশেল শেখ, বুলবুল আহমেদ ও শ্যামল দেবনাথ।

স্বতন্ত্র প্রার্থীরা হলেন, আনিসুজ্জামান টিটু, মো. ইউসুফ আলী, মো. মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম ও মো. শহিদুল্লা।

বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ আগস্ট, শনিবার অ্যাসোসিয়েশন কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেণ আনিসুল ইসলাম সানি। সদস্য হিসেবে রয়েছেন মো. স্বপন চৌধুরী ও সোহেল আক্তার সোহান। আপিল বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাঈদ আহমেদ স্বপন এবং সদস্য হিসেবে রয়েছেন মো. জাকারিয়া ওয়াহিদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান। নির্বাচন বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সিরাজুল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়