১৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৬, ১৫ জুলাই ২০২৫

শ্রম পরিস্থিতি শৃঙ্খলায় রাখতে সবাইকে একাত্ম থাকার আহ্বান হাতেমের

শ্রম পরিস্থিতি শৃঙ্খলায় রাখতে সবাইকে একাত্ম থাকার আহ্বান হাতেমের

নারায়ণগঞ্জে চলমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা এবং শ্রম শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেএমইএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভায় শিল্প পুলিশ, সেনাবাহিনী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিভিন্ন নীটওয়্যার কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় মোহাম্মদ হাতেম বলেন, “মার্কিন শুল্কনীতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সংকটের কারণে তৈরি পোশাক শিল্প হুমকির মুখে রয়েছে। এই পরিস্থিতিতে শ্রম শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। এজন্য শিল্প পুলিশ, সেনাবাহিনী, জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বিকেএমইএ যৌথভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে।”

সভায় উপস্থিত ছিলেন—শিল্প পুলিশের উপমহাপরিদর্শক আসাদুজ্জামান, সেনাবাহিনীর মেজর আয়াজ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজিব দাস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আলমগীর হোসেন।

এছাড়া বিকেএমইএর পরিচালক রতন কুমার সাহা, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম এবং আহমেদ সালাউদ্দিন সভায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়