০৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:২২, ৩ ডিসেম্বর ২০২৫

ভাসমান মানুষদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

ভাসমান মানুষদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় শহরের কেন্দ্রীয় লঞ্চ ও বাস টার্মিনাল  এবং চাষাঢ়া রেল স্টেশনে ভাসমান মানুষের মাঝে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, অসহায়, দরিদ্র অথবা ছিন্নমূল মানুষদের শীত বস্ত্র কিনে ব্যবহার করা কষ্টকর, এজন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আজ থেকে বিতরণ শুরু করেছি। দুইটা জায়গায় আমাদের যারা অসহায়, ছিন্নমূল মানুষ আছে তাদের মাঝে বিতরণ করেছি। এর ধারাবাহিকতায় আমরা সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা পরিষদ এবং আমাদের জেলা প্রশাসকের কার্যালয় সবগুলো থেকে তাদের মাঝে বিভিন্নভাবে বিতরণ করা হবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের বাড়ির পাশে যদি এ ধরনের কোন দরিদ্র মানুষ থেকে থাকে তারাও যেন বিতরণ করেন বা প্রয়োজনে জেলা প্রশাসনের মাধ্যমেও সমন্বয় করতে পারবেন। 

আমরা চাই যাতে ভাসমান মানুষ বা দরিদ্র যারা আছেন তাদের শীতের মধ্যে কষ্ট না হয়। এবং যাতে কষ্টটা লাঘাব করতে পারি সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, মো. তারিকুল ইসলাম প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়