আমাদের নির্ঘুম রাত কাটছে: রুহুল আমিন
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেছেন, আমাদের নির্ঘুম রাত কাটছে। কখন যেন নেত্রী আমাদের ছেড়ে চলে যায়। তিনি বাংলাদেশের মানুষের জন্য যে সংগ্রাম করেছেন। আজ আমাদের তার জন্য হাত তুলে দোয়া করতে হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ফতুল্লা থানা শ্রমিকদলের দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়ার জন্য শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ এক কাতারে এসে দাঁড়িয়েছে। তিনি জীবনের প্রতিটি মুহুর্তে দেশের মানুষের কথা চিন্তা করেছেন। অল্প বয়সে তিনি স্বামী হারা হয়েছেন। একটি সন্তানকে হারিয়েছেন। তার একমাত্র সন্তান দীর্ঘদিন যাবৎ প্রবাসে জীবন যাপন করছে। তিনি গণতন্ত্রের জন্য দুই সন্তানের মায়া ত্যাগ করে রাজনীতি করেছেন।
তিনি আরও বলেন, ওয়ান এলিভেনে তিনি যদি আপোস করতেন তাহলে তিনি বিদেশে রাষ্ট্রীয় মর্যাদায় জীবন যাপন করতে পারতেন। তাকে জীবনের শেষ পর্যায়ে এসে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। সেসময় তিনি যে অসুস্থ হয়েছেন সেখান থেকে আর উত্তরন সম্ভব হয়নি।
তিনি বলেন, আমাদের নেত্রী যেন যে নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন সেই নির্বাচনটা যেন দেখে যেতে পারে আমরা সেই দোয়া করছি। আল্লাহ যেন তাকে বাংলাদেশের মানুষের জন্য বাঁচিয়ে রাখে।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দল আহবায়ক শাহ আলম পাটোয়ারী, আল আমিন, আমির হোসেন মোল্লা, বাদল প্রধান প্রমুখ।





































