০৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ২ ডিসেম্বর ২০২৫

শিক্ষকদের সাথে মতবিনিময়

দুর্নীতিমুক্ত শিক্ষা ও নৈতিক সমাজ গঠনের অঙ্গীকার মাওলানা জব্বারের

দুর্নীতিমুক্ত শিক্ষা ও নৈতিক সমাজ গঠনের অঙ্গীকার মাওলানা জব্বারের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার ফতুল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ৭৭নং রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রওজাতুস সালিহীন ফাজিল ডিগ্রি মাদরাসা, কুতুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমর আলী উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এসব সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শিক্ষা খাতে বিদ্যমান দুর্নীতি ও ঘুষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মাওলানা জব্বার বলেন, “শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি ও ঘুষ চালু আছে, তা অত্যন্ত অনভিপ্রেত। এটি শিক্ষার মান নষ্ট করছে।”

ইসলামী ছাত্রশিবিরকে ঘিরে প্রচলিত বিভ্রান্তিকর তথ্যের জবাবে তিনি বলেন, “সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। অনেকে বলেন, শিবির রগ কাটে- এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই।”

ফতুল্লা এলাকায় মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “মাদক অনেক জায়গায় সয়লাব। কিন্তু আপনারা নৈতিকতা ও আদর্শ নিয়ে কাজ করছেন, এটি প্রশংসনীয়।”

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা জোরদারে শিক্ষকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

অতীতের নির্বাচনকে ঘিরে অনিয়মের কথাও তুলে ধরেন জামায়াতের এ প্রার্থী। তিনি বলেন, “ভয়, ভীতি এবং টাকার বিনিময়ে অতীতে ভোট কেনা হয়েছে। এবার আপনারা ন্যায় ও সততার সাথে পরিষ্কার ভূমিকা রাখবেন বলে আশা করি।”

ফতুল্লার স্থানীয় সমস্যাগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “এলাকায় মাদক, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন এবং বেকারত্ব সমস্যা প্রকট। এসব সমাধানে জনগণের পাশে থাকতে চাই।”

মাদরাসার ছাত্রদের নৈতিকতা গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “মাদরাসার ছাত্ররা যেন আল্লাহভীতি অর্জন করতে পারে, এ বিষয়ে আপনাদের বিশেষ মনোযোগ দিতে হবে।”

মতবিনিময় সভায় রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরীন সুলতানা বিভিন্ন সময়ে চাপ ও জটিলতার কথা তুলে ধরে বলেন, “বিগত দিনে আমাদের ওপর নানা কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। মাথার ওপর ছবি টানানো থেকে শুরু করে বিভিন্ন স্থানে মূর্তি স্থাপনের বিষয়গুলোও আমাদের জন্য অস্বস্তিকর ছিল।”

এছাড়া রওজাতুস সালিহীন ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুস শুকুর আলীসহ উপস্থিত শিক্ষকরা স্থানীয় শিক্ষা, সমাজ ও নৈতিকতা নিয়ে আলোচনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ফতুল্লা থানা সেক্রেটারি হাফেজ এনামুল হকসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়