০২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৪, ১ ডিসেম্বর ২০২৫

শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ যানবাহনকে জরিমানা

শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর এলাকায় শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি যানবাহনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় চারটি অবৈধ হর্নও জব্দ করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর জেলার কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হুজ্জাতুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ উৎপাদনকারী যানবাহনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দূষণকারী পরিবহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়