২৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৬, ২৫ নভেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম নিলেন নাহিদ-আরিফ

গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম নিলেন নাহিদ-আরিফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার নাহিদ এবং মো. আরিফ ভূঁইয়া।

সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের হাতে ফরম তুলে দেন দলটির সভাপতি নুরুল হক নুর।

নারায়ণগঞ্জ-৫ আসন (সদর-বন্দর) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ।

তিনি বলেন, “গণঅধিকার পরিষদ তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক শক্তি, যারা ভয়কে জয় করে মানুষের অধিকারের পক্ষে আন্দোলন করে এসেছে। আমি বিশ্বাস করি, সদর ও বন্দরের মানুষ যোগ্য প্রার্থী হিসেবে আমাকে বেছে নেবে।”

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) প্রার্থী হতে মনোনয়ন ফরম নেন মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ ভূঁইয়া।

তিনি বলেন, “এ এলাকার মানুষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবার গণঅধিকার পরিষদকেই তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাইবে বলে আমি আশাবাদী। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ গড়তে এবং প্রতিহিংসার রাজনীতি দূর করতে আমরা জনগণের অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

সর্বশেষ

জনপ্রিয়