২৭ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫১, ২৭ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ ক্লাবে কমিউনিটি সেন্টার উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাবে কমিউনিটি সেন্টার উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নতুন বহুতল ভবন কমিউনিটি সেন্টার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ক্লাবের সভাপতি এম. সোলায়মান নামফলক উন্মোচনের মাধ্যমে নব নির্মিত কমিউনিটি সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ক্লাবের ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে নির্মিত এই ভবনটি ভবিষ্যতে সদস্যদের জন্য উন্নত সুযোগ-সুবিধা এবং সমৃদ্ধ সেবা প্রদান করবে। আধুনিক ডিজাইন, সুললিত স্থাপত্য এবং বহুমুখী সুবিধার কারণে নতুন কমিউনিটি সেন্টার ইতোমধ্যেই সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

সঞ্চালনা করেন পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মোঃ সাইফুর রহমান, যিনি পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন পরিচালনা পর্ষদ-২০২৪ এবং পরিচালনা পর্ষদ-২০২৫ এর সম্মানিত সদস্যবৃন্দ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবের এই বৃহৎ উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

পরিচালনা পর্ষদ-২০২৫ এর সদস্যরা হলেন: সভাপতি এম. সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহমেদ (বাবু), সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয়, পরিচালকবৃন্দ মোঃ জাহিদ হোসেন, হারুন অর রশীদ, সেলিম রেজা সিরাজী, মোঃ তাইজুদ্দিন আহমেদ, খান আব্দুল কাদির মাহাবুব (বাবু), কাজী আবদুস সাত্তার, কৌশিক সাহা ও দিলারা মাসুদ মায়না।

অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ-২০২৪ এর সদস্যরা হলেন: সভাপতি এম. সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, সহ-সভাপতি কাশেম জামাল, পরিচালকবৃন্দ অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, মোঃ ইকবাল হাবিব, মোঃ মাহবুবুর রশীদ জুয়েল, ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, দুলাল মল্লিক, সেলিম রেজা সিরাজী, মোঃ সাইফুর রহমান ও ইফতেখার আহমেদ (পুলক)।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড নির্বাচন কমিশন-২০২৫ এর চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি এবং ক্লাবের সদস্য, সদস্যপরিবার, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, শেষে সবাই মিলে দোয়া ও শুভকামনা জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়