২৮ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৫, ২৮ নভেম্বর ২০২৫

দলে ফিরেই শক্তি দেখালেন মুকুল

দলে ফিরেই শক্তি দেখালেন মুকুল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হয়েছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রবীণ নেতা আতাউর রহমান মুকুল। গত সপ্তাহে দল আবার তাকে দলে ফিরিয়ে নিয়েছে। দলে ফেরার পরেই বন্দরে বড় জনসমাবেশ আয়োজন করে নিজের সাংগঠনিক শক্তি দেখিয়েছেন তিনি। তার এ সমাবেশে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদও তার সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেছেন।

আতাউর রহমান মুকুল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি ছিলেন। এ বিএনপি নেতা দুইবার বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বিএনপির হেভিওয়েট এ নেতার বন্দরে রয়েছে বিশাল কর্মী বাহিনী। পারিবারিকভাবে প্রভাবশালী এ বিএনপি নেতা।

মহানগর বিএনপিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আতাউর রহমান মুকুল। দল থেকে বহিষ্কার হলেও দলীয় কর্মী বাহিনীকে সবসময় নিজের প্রতি অনুগত রেখেছেন তিনি। দলে তার প্রভাব ধরে রেখেছেন সবসময়।

গত ১৯ নভেম্বর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিএনপি। তিনি বর্তমানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। প্রবীণ এ রাজনীতিক দলে ফিরেই তার সাংগঠনিক দক্ষতা ও কর্মী বাহিনীর জানান দিয়েছেন শুক্রবার বন্দরে সমাবেশের মধ্য দিয়ে।

দলে ফেরা মুকুল শুক্রবার বিকেলে বন্দর সিরাজউদ্দৌলা মাঠে কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানের সভাপতিত্বও করেন মুকুল। আর সেখানেই দেখা গেল তার সাংগঠনিক শক্তি।

পুরো মাঠজুড়ে ছিল হাজারো নেতাকর্মী, সমর্থকদের ঢল। বন্দরে বিএনপির একাধিক ভাগ থাকলেও অনুসারী কর্মীদের ব্যাপক উপস্থিতি ঘটিয়ে রাজনৈতিক মহলে শক্তির জানান দেন। 

তার কর্মী-সমর্থকরা বলছেন, মুকুল বন্দর এলাকায় জনপ্রিয় ও কর্মী-বাহিনীসমৃদ্ধ নেতা হিসেবে পরিচিত তার গ্রহণযোগ্যতা বরাবরের মতো এবারও প্রমাণ করলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তিনি বক্তৃতায় বলেন, “মুকুল ভাই আসলে বন্দরের প্রাণ। আজকে আমি অভিভূত হয়েছি। আমি এতদিন শুনতাম মুকুল ভাই ফ্যাক্টর, বন্দরে মুকুল ভাই তা প্রমাণ করে দিয়েছেন।” 

বিএনপির সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের চাচাতো ভাই মুকুল। 

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচারে সম্পৃক্ত থাকার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরে দলের পর্যালোচনায় সিদ্ধান্ত পরিবর্তন হয়। গত সপ্তাহে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে আবারও দলের মূলস্রোতে ফিরে আসা আতাউর রহমান মুকুলকে ঘিরে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে বিএনপি মহলে। নারায়ণগঞ্জ রাজনীতিতে তার দীর্ঘদিনের প্রভাব, সংগঠনের প্রতি আনুগত্য এবং মাঠের কর্মীদের সঙ্গে গভীর সম্পর্কই শেষ পর্যন্ত তাকে দলে ফেরার পথ দেখিয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। দলের ভেতরে সমন্বয় ও সাংগঠনিক গতি ফেরাতে মুকুলের প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে— এমন প্রত্যাশাও ব্যক্ত করছেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়