০৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ২ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়া একটি অনুপ্রেরণার নাম: কাজী মনির

বেগম খালেদা জিয়া একটি অনুপ্রেরণার নাম: কাজী মনির

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ম্যাক্স সোয়েটার বিডির ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের উদ্যোগে তারাবো পৌরসভার বরাব এলাকায় অবস্থিত ম্যাক্স সোয়েটার কারখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে ম্যাক্স সোয়েটারের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় এক ধর্মীয় শিক্ষক।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুজ্জামান মনির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এ জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশের পোশাক শিল্পকে আজকের অবস্থানে আনতে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি শিল্প মালিক, কর্মী ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

তিনি আরও বলেন, “দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়া একটি অনুপ্রেরণার নাম। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দোয়া মাহফিলে ম্যাক্স সোয়েটারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্টাফ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়