০৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ২ ডিসেম্বর ২০২৫

জনগণের আকাঙ্ক্ষা জানতে মাসুদুজ্জামানের ‘প্রত্যাশার ক্যানভাস’

জনগণের আকাঙ্ক্ষা জানতে মাসুদুজ্জামানের ‘প্রত্যাশার ক্যানভাস’

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও সমস্যা জানার জন্য গ্রহণ করেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। ভোটারদের ভবিষ্যৎ পরিকল্পনা ও মতামত জানতেই ‘প্রত্যাশার ক্যানভাস’ নামে এক অস্থায়ী হোয়াইটবোর্ড স্থাপন করে সরাসরি বার্তা লেখার সুযোগ করে দেওয়া হয় তার পক্ষ থেকে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপন করা হয় এই বিশেষ ক্যানভাস। রাজনীতির প্রচলিত রীতি থেকে ভিন্ন এই উদ্যোগে নানা বয়স ও পেশার মানুষ অংশ নেন। কেউ পথে যেতে যেতে থেমে কয়েকটি কথা লিখে যাচ্ছেন, কেউ আবার একটু ভেবে নিজের বহুদিনের ভোগান্তি, প্রত্যাশা ও ভবিষ্যৎ স্বপ্ন ক্যানভাসে তুলে ধরছেন।

ক্যানভাসজুড়ে উঠে এসেছে কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, পরিবেশ দূষণ, যানজট, মাদকসহ নাগরিক জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে বেশি দাবি—কর্মসংস্থান সৃষ্টি।

পাশাপাশি এসেছে—সরকারি হাসপাতালের সেবায় উন্নয়ন, মাদকমুক্ত শহর, হকারমুক্ত ফুটপাত, চাঁদাবাজি বন্ধ, যানজট নিরসন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, খেলার মাঠ সংস্কার এবং দূষণ কমানোর আহ্বান। শহরের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিও উচ্চারণ করেন অনেকে।

মতামত দিতে এসে তোলারাম কলেজের শিক্ষার্থী ওয়াজিদ হাসান তোহা বলেন, “এ ধরনের উদ্যোগ নাগরিক ভাবনা প্রকাশের একটা বড় সুযোগ।”

সিয়াম আহমেদ জানান, “রাজনৈতিক প্রার্থীরা মানুষের সমস্যার কথা সরাসরি জানতে চাইলে নাগরিক প্রত্যাশা বোঝার নতুন পথ তৈরি হয়।”

মতামতে অংশ নেওয়া অনেকেই বলেন, “ক্ষমতায় যাওয়ার আগেই জনগণের দুর্ভোগ-চাহিদা লিপিবদ্ধ করার এই প্রচেষ্টা —প্রার্থী ভবিষ্যৎ পরিকল্পনায় বাস্তবতা ও মানুষের মতামতকে গুরুত্ব দিচ্ছেন।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে নারায়ণগঞ্জের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যতিক্রমী ও ইতিবাচক প্রচারণা হিসেবে দেখছেন। তারা বলেন, যদি এ ধরনের জনগণভিত্তিক মতামত সংগ্রহ অব্যাহত থাকে, তবে শহর উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।

সর্বশেষ

জনপ্রিয়