২৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৬, ২৫ নভেম্বর ২০২৫

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ বহিষ্কৃত আশরাফের বিরুদ্ধে 

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ বহিষ্কৃত আশরাফের বিরুদ্ধে 

সোনারগাঁ উপজেলা যুবদল থেকে সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ প্রধানকে ঘিরে বিএনপির স্থানীয় রাজনীতিতে তীব্র সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূল নেতাকর্মীরা তাকে দলবিরোধী কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাদের অভিযোগ, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতার ছায়ায় থেকে এলাকায় দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন আশরাফ প্রধান। যুবদলের দায়িত্বে থাকলেও তার আপন ভাই বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন প্রধান এর সঙ্গে যোগসাজশে মেঘনা শিল্পাঞ্চলে প্রভাব বিস্তার ও অপকর্ম পরিচালনা করতেন।

নেতাকর্মীদের অভিযোগ, ৫ আগস্টের ঘটনার পর থেকেই আশরাফ প্রধান আওয়ামী লীগের বিভিন্ন নেতার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে বিএনপির অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়ানোর পরিকল্পনায় যুক্ত হন। এসবের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৩ আসনে তারেক রহমান ঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাতে থাকেন তিনি।

তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করে প্রকাশ্যে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল করার পর যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করে। তবে বহিষ্কারের পরও আশরাফ প্রধান দল ও প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তৃণমূল নেতাদের।

স্থানীয়দের অভিযোগ, আশরাফ প্রধানের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী চক্র মেঘনা শিল্পাঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, মহাসড়কে ডাকাতি এবং নদীপথে চোরাই তেলের ব্যবসায় জড়িত।

তৃণমূল বিএনপি নেতাদের ভাষ্য, আশরাফ প্রধান দলবিরোধী কার্যকলাপ, মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, অরাজকতা সৃষ্টি এবং আওয়ামী লীগের স্বার্থে কাজ করছেন।

তাদের দাবি—দলকে রক্ষা করতে হলে আশরাফ প্রধানের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়