০৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩১, ২ ডিসেম্বর ২০২৫

বুধবার ক্বিরাত ও নাশিদ সম্মেলন: আসছেন ৫ দেশের বিশ্বখ্যাত কারীগণ

বুধবার ক্বিরাত ও নাশিদ সম্মেলন: আসছেন ৫ দেশের বিশ্বখ্যাত কারীগণ

ধর্মপ্রাণ মানুষের জন্য আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আধ্যাত্মিক পরিবেশে ভরপুর আন্তর্জাতিক ক্বিরাত ও নাশিদ মহাসম্মেলন। মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের (নারায়ণগঞ্জ ক্যাম্পাস) আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) শহরের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ‘৭ম আন্তর্জাতিক ক্বিরাত ও নাশিদ সম্মেলন-২০২৫’। বাদ জোহর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই আয়োজন।

প্রতি বছরের মতো এবারও সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা কারীগণ নারায়ণগঞ্জে পৌঁছাচ্ছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, মিসর, তানজানিয়া, ইরান ও পাকিস্তানসহ মোট পাঁচটি দেশের বিশ্বনন্দিত কারীরা একই মঞ্চে কোরআন তিলাওয়াত করবেন।

আন্তর্জাতিক কারীদের মধ্যে থাকছেন মিসরের শায়খ সোলাইমান আশ-সিহাব, শায়খ ড. সালাহ মুহাম্মদ সোলাইমান, তানজানিয়ার শায়খ ঈদী শাবান, ইরানের শায়খ জাওয়াদ হুসাইনী, পাকিস্তানের শায়খ মুফতি শিহাব উদ্দিন।

এছাড়া পাকিস্তান থেকে বিশেষ আমন্ত্রিত নাশিদ শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন সাইয়্যেদ আজিজুর রহমান শাহ।

দেশের প্রখ্যাত কারী ও নাশিদ শিল্পীরাও মঞ্চ মাতাবেন। দেশি কারীদের মধ্যে থাকছেন ক্বারী সাইদুল ইসলাম আসাদ, ক্বারী শহিদুল ইসলাম সাহাত, ক্বারী আবু তলহা বিন মিজান ও ক্বারী আবু রায়হান।

নাশিদ পরিবেশন করবেন কলরবের জনপ্রিয় শিল্পী আবু সুফিয়ান, আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম, মাসুম বিল্লাহ (সিলেট), কাউসার মাহমুদ ও মাহমুদ নাহিয়ানসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আল্লামা আব্দুল কাদের, দেওভোগ মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের জিহাদী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী, সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহসহ নারায়ণগঞ্জের শীর্ষ উলামায়ে কেরাম, সমাজসেবক, রাজনীতিবিদ ও সাংবাদিকরা।

সম্মেলনে সভাপতিত্ব করবেন মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা ইরশাদুল হক। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ। উপস্থাপনা করবেন ইলিয়াস হাসান ও মুহিব ইমতিয়াজ।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত। পাশাপাশি নারীদের জন্য থাকবে পৃথক পর্দা-ব্যবস্থা। ক্বিরাত ও নাশিদের এই আন্তর্জাতিক আসরে নারায়ণগঞ্জের অভিভাবক, ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়