নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সদর উপজেলার জালকুড়ি কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন সদর উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা।
তারা অভিযোগ করেন, “২৬ বছর ধরে আমাদের নিয়োগবিধি নেই। এ কারণে পদোন্নতি, কাজের স্বীকৃতি ও পেশাগত সাফল্য আমরা পেতে পারছি না। আমাদের দাবি মানা না হলে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেবা সপ্তাহ বর্জন করা হবে।”
তারা বলেন, “নিয়োগবিধি বাস্তবায়ন না হলে কর্মসূচি চলমান থাকবে এবং সকল ধরনের সরকারি সেবা কার্যক্রমে অংশগ্রহণ তারা স্থগিত রাখতে বাধ্য হবেন।”
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি পারভীন আক্তার। উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি মো. ইউসুফ আলী, জয়েন্ট সেক্রেটারি হাবিবা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক সাহিম মাহবুব। এছাড়া উপস্থিত ছিলেন মোসা. সাবিকুন্নাহার, সায়েরা আক্তার, কাজি নুরুল ফেরদৌসী, জাকিয়া সুলতানা, মঞ্জু আরা চৌধুরী, পারভিন সুলতানা, পূরবী ধর, মুক্তা আক্তার, মো. মোখলেছুর রহমান, মো. মাহফুজ উদ্দিন, মো. মহিদুল ইসলাম সজীব প্রমুখ।





































