পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে রূপগঞ্জে “আফতাব রিজিওনাল মিট”
রূপগঞ্জে স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়ন, নিরাপদ প্রাণীজ প্রোটিন উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে “আফতাব রিজিওনাল মিট” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) উপজেলার রূপসী এলাকায় আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেন রূপগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকার শতাধিক পরিবেশক, খামারি ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ‘রিজিওনাল মিট’র মূল উদ্দেশ্য হলো এই অঞ্চলের নিবেদিত প্রাণ ডিলার ও খামারিদের আরও সক্ষম করে তোলা এবং তাদের জন্য নিরাপদ, গুণগতমানসম্পন্ন ও এন্টিবায়োটিক-হরমোনমুক্ত ফিড নিশ্চিত করা।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিইও মাহাবুবুর রহমান সরকার বলেন, “খামারিদের শক্তিশালী না করলে দেশের প্রাণিসম্পদ খাত এগোবে না। পরিবেশক ও খামারিদের সঙ্গে একসাথে কাজ করতেই আমাদের এ উদ্যোগ। নিরাপদ খাদ্য উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে আরও নিবিড়ভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, দেশকে নিরাপদ প্রাণীজ প্রোটিনের দিকে নিতে হলে মানসম্মত ফিড সরবরাহ নিশ্চিত করতে হবে। এ রিজিওনাল মিট সেই সেতুবন্ধন হিসেবেই কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপারেশন বিভাগের দাউদ হেলাল ফাহিম, হেড অব নিউট্রিশন তানভীর হোসেন, টেকনিক্যাল সেলস (ফিশ) এজিএম সাব্বির আনোয়ার, স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম শুভ, ঢাকার আরএসএম রাজীব চক্রবর্তী, সিলেট-ঢাকা টিম, মার্কেটিং লিড জাকিয়া সুলতানা প্রমুখ।





































