০১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৮, ১ ডিসেম্বর ২০২৫

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শোকজ নয়, সরাসরি প্রার্থিতা বাতিল করা হবে। যেখানে জরিমানা ও কারাদ- দেওয়ার প্রয়োজন হবে, সেখানে নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।”

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সায়রা গার্ডেনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, “নির্বাচন ঘোষণার সময়সূচির সাথে সাথে দলগুলোকে আমরা অনুরোধ করেছি যেন তারা আচরণবিধি মেনে চলেন। ব্যানার, পোস্টারসহ কোনো ধরনের প্রচারণা আচরণবিধির বাইরে করা যাবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

তিনি জানান, সর্বোচ্চ প্রশাসন তদারকিতে রয়েছে যাতে কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা না ঘটে। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “নির্বাচন কমিশনের একটি মনিটরিং সেল থাকবে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করি এবারের নির্বাচন সর্বোত্তম নির্বাচন হিসেবে উপহার দিতে পারব।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপসচিব মো. মোস্তফা হাসান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়