খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদ আলীর দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা , দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর পঞ্চবটি এনায়েতনগর এলাকার এবি ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ মিল প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন , “আমাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি অনুরোধ করব আমাদের সমস্ত জেলা, উপজেলায় যারা আমাদের মুক্তিযোদ্ধারা আছেন আমরা আজকে তার জন্য দোয়া করেছি। প্রত্যেক এলাকায় আমরা সবাই দোয়া করেছি। আজকে এখানে যারা সমাবেত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই।”
উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়াসহ আরও অনেকে।





































