২৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২২, ২৩ নভেম্বর ২০২৫

নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে আরও সচেতন হওয়ার আহ্বান

নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে আরও সচেতন হওয়ার আহ্বান

নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম। তিনি বলেন, “তিনি বলেন, “আমরা বড় বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গেছি। জাতিসংঘ, ইউরোপ-আমেরিকা কী করবে, পৃথিবীর সুপার পাওয়ারগুলা কে কী করবে এসব নিয়ে জ্ঞান দিচ্ছি। কিন্তু আমার বাসা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রাস্তাটা কিভাবে ব্যবহার করবে, এসব বেসিক জিনিস ভুলে যাচ্ছি। সুনাগরিক হিসেবে নিজস্ব দায়িত্ব-কর্তব্য আছে এসব নিয়ে ভাবারও সময় নাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ৭২ হাজার হোল্ডিং রয়েছে। আমার সেই ক্যাপাসিটি নাই যে, ৭২ হাজার হোল্ডিংয়ে জমে থাকা পানি নিয়ে গবেষণা করব। এটা আসলে কোনভাবে সম্ভব না।”

রবিবার (২৩ নভেম্বর) সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে ব্র্যাকের উদ্যোগে এবং নাসিকের সহযোগিতায় আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এত এত প্রচারণার পরও জনগণ নিজের কোন রকমের ভুল দেখে না। যদি সবার উপরে দোষ চাপাইতে থাকি তাহলে কিন্তু আমাদের কোন পরিবর্তনও হবে না। ফগার মেশিন দিয়ে ফগিং করে, ওষুধ স্প্রে করে যাব। আর বাসার ভিতরে অপরিষ্কার থাকবে, তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আমাদের সবচেয়ে বড় ঘাটতি সচেতনতা। ডেঙ্গু এখন সারাবছর ব্যাপী। আমাদের সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।”

জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, “আমাদের জলবায়ু পরিবর্তন হয়েছে, বৃষ্টি দীর্ঘায়িত হওয়ায় ডেঙ্গু এখনো আছে। নভেম্বর মাস প্রায় শেষ কিন্তু আমরা এখনো লড়াই করছি, তবু প্রতিদিনই মৃত্যুর সংবাদ পাচ্ছি। করণীয় হচ্ছে- প্রথমে আমাদের এটা মেনে নিতে হবে যে, আমাদের পক্ষে মশাকে একেবারে নির্মূল করা সম্ভব না। কিন্তু প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নিরাপদ থাকার চেষ্টা করতে পারি এবং আক্রান্ত্র ও মৃত্যুর হার কমিয়ে আনতে পারবো।”

ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে জানিয়ে তিনি বলেন, “ভ্যাকসিন আসলে তখন হয়তো আমরা টিকা নিয়ে নিরাপদ হতে পারবো। তবে এখনই করণীয় হলো- হটস্পট ধ্বংস, জলাবদ্ধতা দূরীকরণ, বাসস্থান পরিষ্কার রাখা, মশারি ব্যবহার ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষা করা। 

সিটি কর্পোরেশনের পক্ষে লক্ষ লক্ষ বাসস্থান পরিষ্কার করা সম্ভম নয়। আমাদের সচেতন হতে হবে, নাহলে ডেঙ্গু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না। সাধারণ মানুষ সচেতন না, উল্টো স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনকে দোষরোপ করে।”

সভায় আরও উপস্থিত ছিলেন নাসিক মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার ড. এএস সাবা হোসেন, সিনিয়র বিশেষজ্ঞ রফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, জেলা ব্যবস্থাপক মো. শামীম আল মামুন খান, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়