বন্দরে সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যোগে মিলাদ ও দোয়া
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর বন্দর থানার ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম নবী মুরাদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দা কেএনসেন রোডে তার বাসভবনে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল বলেন, “বিএনপির হাই কমান্ড যে সিদ্ধান্তে আমাদের বহিষ্কার করেছিল, পুনরায় তাদের বিবেচনায় সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমাদের শেষ ঠিকানা বিএনপি, বিএনপির পতাকাতলেই আমাদের ধ্যান-জ্ঞান। আরও দুই সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও সুলতান আহমেদের বহিষ্কারাদেশও শিগগিরই প্রত্যাহার হবে বলে আশা করি।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সুস্বাস্থ্য এবং প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা নেসার উদ্দিন, মহানগর বিএনপি নেতা মোস্তাকুর রহমান, জান্নাতুল ফেরদৌস রাজিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহীদ মেম্বারসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন সোনাকান্দা বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তোবারক বিতরণ করা হয়।





































