নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদে বদুর মনোনয়নপত্র জমা
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ সামনে রেখে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি ও জেলা যুবদলের সাবেক নেতা বদিউজ্জামান বদু।
গত বুধবার (১৯ নভেম্বর) তিনি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। শনিবার (২২ নভেম্বর) নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি ও বোর্ডের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ক্লাব মেম্বার ওবায়দুল্লা, ক্লাব মেম্বার শাহিনূর, নীট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু তাহের শামীম, ক্লাব সদস্য দুলাল মল্লিক, কাজল, নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনের বোর্ড সদস্য মোহাম্মদ আলী হায়দার, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহম্মেদ বাবু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মজিবুর রহমান প্রমুখ।
নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী আগামী ২৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ২৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ও ২৭-২৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সময়। চূড়ান্ত প্রার্থী তালিকা ২৯ নভেম্বর প্রকাশিত হবে। নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ৮ জন পরিচালকসহ মোট ১১টি পদে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।





































