রাজউককে ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান ডিসির
নারায়ণগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। শনিবার (২২ নভেম্বর) বিকেলে তিনি সিদ্ধিরগঞ্জের হিরা ঝিল ও আট্টি হাউজিং এলাকায় পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
জেলা প্রশাসক জানান, ভূমিকম্পের পরপরই একটি বিশেষ টিম মাঠে নামানো হয়েছে, তারা কাজ করছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত ২০ থেকে ২৫টি ভবনে ফাটল দেখা গেছে। তিনি বলেন, “এই সংখ্যা আরও বাড়তে পারে। সব ভবন পর্যবেক্ষণ শেষে আমরা সঠিক হিসাব দিতে পারব।”
ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ঝুঁকি সম্পর্কে তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত টেস্ট করে ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিয়ম না মেনে ভবন নির্মাণের বিষয়টিকেও তিনি সমস্যা হিসেবে উল্লেখ করেন।
জেলা প্রশাসক বলেন, “অনেক ভবনই নিয়ম না মেনে তৈরি হয়েছে। রাজউক বিষয়টি এখন থেকে কঠোরভাবে তদারকি করবে এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।”
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানারক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসক জানান, সিদ্ধিরগঞ্জ এলাকার একটি স্কুল ও একটি গার্মেন্টসের ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অন্যান্য গার্মেন্টসের ক্ষেত্রেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হিরা ঝিল এলাকার মোহাম্মদ আলী টাওয়ারে অবস্থিত সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভবন, একই টাওয়ারের ৮তলা আবাসিক ভবন এবং পাঁচতলা বিশিষ্ট ইসমাঈল ভূঁইয়ার বাড়ি পরিদর্শন করেন। পরে আট্টি হাউজিংয়ের তিনটি হেলে পড়া পাঁচতলা ভবনও ঘুরে দেখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, রাজউক নারায়ণগঞ্জ জোনের অথরাইজড অফিসার রঞ্জন ম-ল, সদর ইউএনও তাসলিমা শিরিন প্রমুখ।





































