নারায়ণগঞ্জবাসীর প্রতি এনসিপি নেতা তনুর ‘খোলা চিঠি’
সন্ত্রাসমুক্ত, যানজটবিহীন ও পরিবেশবান্ধব আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আহমেদুর রহমান তনুর পক্ষ থেকে ‘খোলা চিঠি’র লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে শহরের নিতাইগঞ্জে জনসাধারণের মাঝে এ খোলা চিঠি বিতরণ করা হয়। এতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য ফারদিন শেখ, তানজিমুল ইসলাম তানজিম, সবুজ ইসলাম, নাঈম উদ্দিন সানিসহ অন্যান্য নেতাকর্মীরা।
খোলা চিঠিতে বলা হয়, “সবাইকে নিয়েই নারায়ণগঞ্জ। সন্ত্রাসমুক্ত, পরিবেশবান্ধব, যানজটবিহীন ও শিশু-কিশোরবান্ধব নগর গড়ে তোলা সম্ভব সমন্বিত উদ্যোগেই। শীতলক্ষ্যা বাঁচলে নারায়ণগঞ্জ বাঁচবে। আর এ লক্ষ্যে নদীর ওপর কদম রসুল সেতুর পাশাপাশি আরও একটি সেতু নির্মাণ জরুরি।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বন্দর ও সদরের সার্বিক উন্নয়নে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এমপি ও মেয়রের সমন্বিত উদ্যোগেই উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব বলেও খোলা চিঠিতে উল্লেখ করেন আহমেদুর রহমান তনু।
এতে বলা হয়, “একটি ভোটই আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করে। নীতিগতভাবে সঠিক প্রতিনিধিকে বিজয়ী করতে পারলে দাসত্বের শৃঙ্খল ভেঙে নিজেদের অধিকার নিশ্চিত করা সম্ভব।”
শেষাংশে উল্লেখ করা হয়, “গন্তব্য ঠিক না করলে পথচলা শুরু হয় না। ঐক্য, ধৈর্য ও ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে আমরা সবাই মিলে নারায়ণগঞ্জকে নতুনভাবে সাজাতে পারবো।”





































