নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সহ-সভাপতি পদে হৃদয়ের মনোনয়নপত্র জমা
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড পরিচালনা পর্ষদ ২০২৬ নির্বাচনে সহ-সভাপতি পদে লায়ন মো. সাইদুল্লাহ হৃদয় মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তিনি নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, সদস্য আলহাজ্ব মো. আলী হায়দার এবং ব্যারিস্টার মো. মেহেদী হাসান।
মনোনয়ন জমা দেওয়ার পর লায়ন মো. সাইদুল্লাহ হৃদয় বলেন, নারায়ণগঞ্জ ক্লাবকে আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং সম্মানিত সদস্যদের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৩১৫ এ–২ এর সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এম এ ওহাব, সাবেক কাউন্সিলর ওবায়দুল্লাহ, এবং ক্লাবের বেশ কয়েকজন সদস্য ও সমর্থক।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।





































