কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় রমনা থেকে কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) রাতে রমনা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে এবং ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, মোশাররফ রমনার একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোট ৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।





































