‘নির্বাচিত হলে ফ্যাক্টরিতে নারী কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নেব’
নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, দেশে ইসলামী হুকুমত কায়েম হলে সকল ধর্মের মানুষই তাদের নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারবেন।
রবিবার (২৩ নভেম্বর) বাদ যোহর ফতুল্লার পশ্চিম শিয়াচরের জান্নাতুল ফেরদৌস জামে মসজিদে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে এবং দেশের সকল জুলম-নির্যাতন দূর হবে। এজন্য সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।”
ফতুল্লা অঞ্চলের সমস্যা নিয়ে তিনি পয়ঃনিস্কাশনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এছাড়া শিয়াচর আল হিকমা একাডেমিতে এক বক্তৃতায় মাদকের ভয়াবহ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আগে মাদকের কারণে ছেলেরা মা-বাবাকে মারতো, এখন মা-বাবাও ছেলেকে মারছে। মাদকের আগ্রাসন রোধে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।”
কুতুবপুরের পশ্চিম নন্দলালপুরে গণসংযোগকালে নারীদের মর্যাদা ও কর্মসংস্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। নির্বাচিত হলে ফ্যাক্টরিতে নারী কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নেব।”
গণসংযোগে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্ম পরিষদের মুফতী জাহাঙ্গীর আলম, মহানগর কর্ম পরিষদের অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়া, জামায়াত নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু প্রমুখ।





































