২৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৬, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৪৭, ২৩ নভেম্বর ২০২৫

নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি থাকবে না: মান্নান

নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি থাকবে না: মান্নান

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শাখা। গণসংযোগ শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, “আমি এমপি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি থাকবে না। সকলের জন্য সৎভাবে ব্যবসা করার সুযোগ নিশ্চিত করা হবে এবং কোনো অপরাধী ছাড় পাবেন না। ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ আসনটি উপহার দিতে চাই।”

উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, শাহিন মিয়া, রেজাউল করিম, এবং থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

উক্ত গণসংযোগে সাধারণ মানুষকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানানো হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে সমর্থন কামনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়