২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৫, ২২ নভেম্বর ২০২৫

‘সেরা কণ্ঠ সন্ধানে’ সিজন-১ গ্র্যান্ড ফিনাল

‘সেরা কণ্ঠ সন্ধানে’ সিজন-১ গ্র্যান্ড ফিনাল

ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের আয়োজিত ‘সেরা কণ্ঠ সন্ধানে’ সিজন-১ এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের চুনকা পৌর মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের প্রতিযোগিতার থিম ছিল- ‘সৃজনের মাঝে মননের খোঁজে’, যা সৃজনশীল ও মননশীল প্রতিভা অনুসন্ধানের লক্ষ্য নিয়ে আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা হাফেজ আব্দুল মোমিন, চেয়ারম্যান হাফেজ ইসমাইল, উপদেষ্টা ও সঞ্চালক মেহেদী হাসান ইমন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “গান, কবিতা ও গল্প সংস্কৃতির অংশ, তবে মানুষকে মানবতা, সহানুভূতি ও বিশ্বাসের সঙ্গে চলতে হবে। আল্লাহর উপর আস্থা রেখে, সৎ সাহস নিয়ে জীবন যাপন করতে হবে।” তিনি সকল অংশগ্রহণকারীর সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

গ্র্যান্ড ফিনালে কেরাত ও ইসলামী সংগীত বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রতিটি বিভাগে জুনিয়র ও সিনিয়র (ক ও খ) দুটি গ্রুপে পুরস্কার বিতরণ করা হয়। কেরাত বিভাগের বিচারক ছিলেন ক্বারি আবদুল মোমিন ও অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, আর ইসলামী সংগীতের বিচারক ছিলেন গোলাম মাওলা ও এমসি মামুন।

সর্বশেষ

জনপ্রিয়