২৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৬, ২৩ নভেম্বর ২০২৫

নবাগত ডিসির সঙ্গে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

নবাগত ডিসির সঙ্গে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সাক্ষাতে অংশ নেয়।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন নগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, সেক্রেটারি সুলতান মাহমুদ, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান, বন্দর থানার নেতৃবৃন্দসহ আরও অনেকে।

মুফতি মাসুম বিল্লাহ জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে আন্দোলনের বিভিন্ন সময়কার ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের নেতাকর্মীরা দিন-রাত মিলিয়ে প্রায় ৮০ জন দায়িত্ব পালন করেছেন।”

আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “ছোট-বড় সব রাজনৈতিক দল যেন তাদের ইশতেহার ও বার্তা জনগণের কাছে পৌঁছাতে পারে- সেই উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

পরিশেষে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সর্বশেষ

জনপ্রিয়