২৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ২৩ নভেম্বর ২০২৫

বন্দরে ২৪ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী যুবক রাহাত

বন্দরে ২৪ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী যুবক রাহাত

নারায়ণগঞ্জের বন্দরে রাহাত (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে না পেয়ে পরিবার এখন দিশেহারা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলছে না।

নিখোঁজ রাহাত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার হযরত আলীর ছেলে। গত ৩০ অক্টোবর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে।

পরিবার জানায়, রাহাত নিজের নাম-ঠিকানা বলতে পারে। দীর্ঘদিন ধরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। নিখোঁজ হওয়ার পর স্বজনরা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ রাহাতের সন্ধান পেলে ০১৬৯০২৩৬৫০৬, ০১৮৮১৫৫৫৩৪২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

সর্বশেষ

জনপ্রিয়