বামজোটের প্রতিবাদ সমাবেশ ও মিছিল
‘বিদেশিদের কাছে বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই’
লালদিয়ার চর ডেনমার্কের কোম্পানির কাছে এবং পানগাঁও নৌ টার্মিনাল সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইজারা চুক্তি বাতিলসহ চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং, পতেঙ্গা ও মোংলা বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্তী। এতে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি নেতা দুলাল সাহা ও ইকবাল হোসেন এবং বাসদ জেলা ফোরামের সদস্য সেলিম মাহমুদ।
সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতি গোপনীয়তার সাথে দেশের গুরুত্বপূর্ণ দুটি কন্টেইনার টার্মিনাল- চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দিয়েছে। এর মধ্যে লালদিয়া টার্মিনাল ডেনমার্কের এপিএম টার্মিনালসকে ৪৫ বছরের জন্য এবং পানগাঁও টার্মিনাল সুইজারল্যান্ডভিত্তিক মেডলগ এস-কে ২২ বছরের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, ২০১৩ সালে পানগাঁও টার্মিনালটি দেশের নিজস্ব অর্থায়নে ১৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল, অথচ এখন তা বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া হচ্ছে। সরকারি বোর্ড সদস্যদের পাশ কাটিয়ে ৭ ও ৮ নভেম্বর সাপ্তাহিক ছুটির দিনে চুক্তি সম্পন্ন করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, অস্বচ্ছ ও জনস্বার্থবিরোধী উপায়ে নেওয়া এসব সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে। তারা বলেন, “বিদেশিদের কাছে বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তাদের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া।”
বামজোট নেতারা ঘোষণা দেন, এই ‘গণবিরোধী’ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে এবং সকল দেশপ্রেমিক নাগরিককে যুক্ত হওয়ার আহ্বান জানান।





































