২২ নভেম্বর ২০২৫

প্রকাশিত: ১৭:২০, ২২ নভেম্বর ২০২৫

শিল্প-সাহিত্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জ: লেখক সমাবেশে ড. রুমন রেজা

শিল্প-সাহিত্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জ: লেখক সমাবেশে ড. রুমন রেজা

খ্যাতিমান ছড়াসাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু’র জন্মদিন উপলক্ষে প্রকাশিত ধ্রুব পত্রিকার নভেম্বর-২০২৫ সংখ্যার মোড়ক উন্মোচন ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল সাহিত্যপ্রেমীদের এক বর্ণিল সমাগম।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান। ধ্রুব’র নির্বাহী সম্পাদক রোটারিয়ান দিদার খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।

সঞ্চালনায় ছিলেন কবি ও সংগঠক ইকবাল হোসেন রোমেছ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কথাসাহিত্যিক ও গবেষক শাওন আসগর। বিশেষ বিশেষ অতিথির মধ্যে ছিলেন বাংলা একাডেমির জীবন সদস্য মুহাম্মদ জালালউদ্দিন নলুয়া, বাংলাদেশ বেতারের সংবাদপাঠক রবিউল মাশরাফী, অভিনেতা ও সমাজসেবক মোহাম্মদ আল মামুন, সুরকার ও গীতিকার এস এ শামীম, শিক্ষাবিদ ও কলামিস্ট ফরিদ আহমেদ রবি, কবি ও গবেষক ড. বশির আহাম্মদ তুষার, রূপগঞ্জ-১ আসনের এনসিপি মনোনীত প্রার্থী কবি নিরব রায়হান, সম্পাদক আলম হোসেন, ছড়াকার নজরুল ইসলাম শান্তু, কবি শাহানা মান্নান বুলবুল, এবং আরও অনেকে। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ লেখক সম্মাননা পান ছড়াকার ও চিত্রশিল্পী গোলাম নবী পান্না, ছড়াকার ও গবেষক চঞ্চল মেহমুদ কাশেম, ছড়াকার ও পূঁথিসম্রাট জালাল খান ইউসুফী।

প্রধান অতিথির বক্তব্যে রুমন রেজা তিনি বলেন, “শিল্প-সাহিত্যে সমৃদ্ধ জেলা নারায়ণগঞ্জ। যুগ যুগ ধরে এই জেলা থেকে গুণী লেখক সৃষ্টির ধারা অব্যাহত আছে। শিল্প-সাহিত্য জাতিকে সমুন্নত রাখতে অপরিসীম ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, ধ্রুব সাহিত্য পরিষদ ও নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন সবসময় ভালো কাজকে অগ্রাধিকার দেয় এবং নতুন লেখক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাব্বির আহমেদ সেন্টুকে নিবেদিত গ্রন্থের মোড়ক উন্মোচন প্রসঙ্গে তিনি বলেন, “সেন্টুর মতো প্রতিভাবান সাহিত্যকর্মী আরও এগিয়ে যাক, আমরা সবসময় তার পাশে আছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রোলিয়া প্রবাসী ড. রেজাউল হক হেলাল, কবি ও চলচ্চিত্র পরিচালক এস এম শাহাবুদ্দিন, দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন, দৈনিক দেশবাংলা পত্রিকার সহ-সম্পাদক রায়হান আহমেদ, বাংলা একাডেমির জীবন সদস্য লুৎফা জালাল, গল্পকার মমতাজ মেহমুদ, মোখলেছুর রহমান তোতা, কবি কাজী আনিসুল হক, সফিকুল ইসলাম আরজু, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম মিন্টু, সিনিয়র আইনজীবী ও কবি মনি গাঙ্গুলী, জহিরুল ইসলাম বিদ্যুত, শামীম মিয়া, জনি সিদ্দিকী, মিঠুন খান, কবি জান্নাতুল ফেরদৌস, ওমর ফারুক আল মামুন, এম আর সেলিম, শুক্কুর মাাহমুদ জুয়েল, এস এ বিপ্লব, সাদিয়া তাসলিম আদ্রি, সাজ্জাদ আহমেদ, হিরো, সংগীতা দাস, ঈশিতা দাস, মমিনুল ইসলাম, রমিজ ইসলাম, রুবেল হোসেন, ইয়াসিন আরাফাত, এম ডি সোহেল, আমিন আলী, শামীম আহম্মেদ সাগর, আব্দুস সালাম, তুহিন প্রধান, তুষার প্রধান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়