প্রেরণা সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জে প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) রাতে শহরে দেওভোগ পাক্কা রোড খানকা সড়ক এলাকায় এ কর্মসূচী পালান করা হয়। ঈদ উপহার সামগ্রীতে ছিল একটা মুরগী, পোলাও চাল, তেল, চিনি, সেমাই।
প্রেরণা সংগঠনের সাধারন সম্পাদক হাসান উল রাকিবের সভাপতিত্ব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জুম্মান হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা হাসান বিভা, দেওভোগ বড় জামে মসজিদের খতিব বিশিষ্ট মাওলানা শাহ মহিউদ্দিন হামিদী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক আহসান সাদিক শাওন, বঙ্গসাথী ক্লাবের সিনিয়র সহ সভাপতি ফয়জুল ইসলাম রুবেল, দেওভোগ পাক্কা রোড খানকা সড়ক পঞ্চায়েত কমিটির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন রমজান, এসময় প্রেরণা সংগঠনের উপদেষ্ঠা মো. আবুল হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. সালাউদ্দিন, মো. হায়দার, মো. সজন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. তোতা, মো. জামান, মো. সামাদ, মো. আজম খান, সুবির কুমার সাহা, মো. জুয়েল, মো. হাসান উল রাজিব, মো. সোহাগ।





































